কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/২৭
(পৃ. ৫৮)
২৭
সব মুছে দাও, ভালবাসা
স্বেদ-রক্ত-ক্লান্তি ও সন্তাপ সহ যত
উপেক্ষার ভাষা পৃথিবীর
সব কিছু শুষে নাও গভীর গোপনে
এখনও প্রতিশব্দ নেই যন্ত্রণার
কাঙালের চোখ থেকে
অশ্রু ঝরে আজও
সব মুছে দাও, ভালবাসা
শুকনো ক্ষত আর অস্ত্রপ্রয়োগের দাগ
যে আছে ঘুমিয়ে, তাকে জাগাও জাগাও
রাত ৯-৩০॥ ৮.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন