২৯

রথচক্র ধীরে ধীরে ঢুকে যাচ্ছে মাটির ভেতরে
কুয়াশায় হারিয়ে যাচ্ছে ক্রমশ
অস্ত্রবিধি, মিত্রপক্ষ, শত্রুপক্ষ, পরাজয়-বোধ
যেন ফিরে এল সেই নদী
আরও একবার ভাসিয়ে দেবে দূর অজানায়
এবার গাণ্ডীব তোলো
অস্তসূর্য, তুমিই অর্জুন, মারো নিরস্ত্র শত্রুকে

সকাল ৭-২০॥ ৯.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন