কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩০
(পৃ. ৬০)
৩০
পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে
মাথার উপর থেকে মুছে যাচ্ছে আকাশ
দৃশ্য হিসেবে চমৎকার
রূপক হিসেবেও
আসলে কী বোঝাতে চাইছ, কবি?
ভোঁতা বাসি মরচে-পড়া শব্দ দিয়ে
তার চেয়ে বরং সপ্রতিভ বিবরণ দাও
ইশারা জাগিয়ে রাখো যেন মানিয়ে যায়
ব্লগে ফেসবুকে ওয়েবসাইটে ইণ্টারনেটে
আর প্রতিটি দপ্তরে ছড়িয়ে দাও মহাজ্ঞান
কী বিচিত্র এ সময়
শুনছ, সেলুকাস!
পায়ের তলা থেকে সরে যাক মাটি
মাথার উপর থেকে মুছে যাক আকাশ
সকাল ৬-২০॥ ১০.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন