কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩২
(পৃ. ৬১)
৩২
ডানা মেলে উড়ে যাচ্ছে ভূত আর ভবিষ্যৎ
ব্যাকরণ না-মেনে হারিয়ে যাচ্ছে।
বর্তমান যেন এবার প্রলয় নাস্ত্রাদামুস বলুন
বা না বলুন চৌচির হচ্ছে সব
গভীর আঁধিতে ঢেকে যাচ্ছে প্রতিদিনকার পথরেখা
মুছে যাচ্ছে মহাদেশগুলি ফানুসের মতো
ছুটে আসছে আদিগন্ত শূন্য
শুষে নিতে আমাদের
তোমাদের
উহাদের
সকাল ৭-১৫॥ ১১.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন