কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩৩
(পৃ. ৬১)
৩৩
একটু একটু করে পিছলে সরে যাচ্ছে সব
এটা কি লেখার মতো কথা
তার চেয়ে ভালো যদি ভাবি শূন্যে ভরে উঠছে
করুণার নৌকো আর ঘাট ছেড়ে
পাড়ি দিচ্ছে সেই কবে থেকে দূর অজানায় যার
শেষ নেই অথচ এদিকে জীর্ণ
কায়াতরু থেকে পাঁচখানা ডাল সমানে ছড়িয়ে পড়ছে
এদের নাগাল পাচ্ছি না মোটেই
চঞ্চল চিত্তে সময় থাবা বসিয়েই যাচ্ছে ক্রমাগত
গাড়ি চলে না চলে না বলে
কেঁদেই চলেছে বাউলের ভাঙা একতারা বহুদিন
এসব কি লিখেছি কেনই বা লিখেছি।
একটু একটু করে পিছলে সরে যাচ্ছে সব
সকাল ৯-৪৫॥ ১১.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন