কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩৯
(পৃ. ৬৪)
৩৯
ভাঙা মানচিত্র জুড়ে শুরু হলো
তাথৈ তাথৈ আরো একবার
রঙিন মুখোশ পরে রণ-পা বাগিয়ে
তেড়ে আসছে সার্কাসের ক্লাউনেরা
অনেক হয়েছে ট্রাপিজ মহড়া এবার নাহয়
অন্য খেলা হোক
হবে দেদার দু'তিন শো মজা হবে রোজ
কয়েকটা লাশ পড়বে এদিক ওদিক
বারুদের কটু গন্ধে মাঝে মাঝে ভারি হবে হাওয়া
বস্তিতে বস্তিতে গমগমিয়ে উঠবে প্রতিশ্রুতি
আঘাটে ঘাট হবে আপথে পথ হবে আমানুষ
মানুষ হয়ে পেরিয়ে যাবে ভবসিন্ধু
না গো, ভয় পেয়ো না একটুও
কয়েক বছর পরে ভোট এসেছে আবার মহল্লায়
সকাল ৬টা॥ ১২.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন