কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৪০
(পৃ. ৬৫)
৪০
টেবিলের ওপাশে প্রতিটি মুখের উপর দেখি
পিছলে যাচ্ছে বাঁকাচোরা আলো
দেখি, খাঁজে-খাঁজে অতিশয় বিনয়ের কার্নিভাল
ঢেকে দিচ্ছে মুখোশের কারুকাজ
প্রতিদিন যত ছায়া ফেলে যাচ্ছে ঘরের কার্পেটে
সেইসব অন্ধকার হয়ে ঝেঁপে এল
আমার কলমে, অসাড় আঙুলে, খাতাপত্রে
টেবিলের ওপাশে মমিদের গাঢ় সমাবেশ
দিন যায় এভাবেই
সকাল ৬-২০॥ ১২.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন