৫৫

হঠাৎ চৌচির হয়ে যাচ্ছে মাটি
হেলে পড়ছে ঘরদোর, খড়ের কাঠামো
এতদিন গ্রীষ্মে-শীতে পোক্ত ছিল
যেসব অভ্যাস, উবে যাচ্ছে তার প্রসাধন
এ কোন্ চিহ্নের ভাষা
এ কোন রূপক
কেন হেঁয়ালিকে এফোঁড় ওফোঁড় করে
ঢুকে যাচ্ছে বল্লমের ফলা
কোথাও জবাব নেই, প্রতিধ্বনি ছলে
ফিরে আসে নিজস্ব শূন্যতা

রাত ৯টা॥ ১৪.১২.১০॥ রঞ্জুর বাড়িতে, কলকাতা