৫৬

সব পুড়ে ছাই হয়ে গেলে জেনো
কোনো চিহ্নও থাকে না
শুধু পোড়া গন্ধে ভরে যায় ঘর ও বাহির
এর পরে কথা নেই কোনো
হাওয়া একটু বেশি ভারি হয়ে গেলে
লোকে বলে, ও কিছুই নয়
বৃষ্টি পড়লে সামান্য পরেই ধুয়ে যাবে সব
এমন কী নতুন আঁচে
জ্বলে উঠবে আরেক আগুন, পোড়া গন্ধ
সরিয়ে সরিয়ে

রাত ৯-৩৫॥ ১৪.১২.১০॥ রঞ্জুর বাড়িতে, কলকাতা