কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৭
(পৃ. ৪৮)
৭
শুভেচ্ছা থাকুক, নিঃস্ব মেঘ, বৃষ্টি হয়ে
নেমে আসবে ধুলোর উপরে
লোকালয়ে বেজে উঠবে অজস্র ঢাকেরা
সন্ধেবেলা শ্রাবণ-বন্দনা গাইবে
অন্ধ ভিখিরিরা নতুন ভাষায়, শুভেচ্ছা থাকুক
সুর ঝরে পড়বে ঘাসের উপরে
আর রূপসী নদীর চোখ থেকে আর্তি ফুটে উঠবে
পাতায় পাতায় শিকড়ে বাকড়ে
শুভেচ্ছা থাকুক নিঃস্বতা, শুভেচ্ছা থাকুক পিপাসা
সন্ধ্যা ৭-০৫॥ ৩০.১১.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন