কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৮
(পৃ. ৪৮)
৮
এই কথা-সমাবেশে মিশে গেছে
যাযাবর ভাষাবোধ
ভিড়ের মজ্জায় তাকে কেন খোঁজে
নিঃসঙ্গ কবিরা, তার চেয়ে
ঢের ভালো বাণিজ্য-কুশল হয়ে যাওয়া
বর্ণময়
তাঁবুর শহরে
কথাচ্ছলে একথা জানিয়ে গেছে
গূঢ় বিদূষক
শুনি, শুনে যেতে থাকি নিরবধি কাল
রাত ৯-৩০॥ ৩০.১১.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন