আভাস।

কি দুঃখ জীবনে সখা মধ্যাহ্নে আইল রে।
 উষায় রে মন-মত
 আদরের ফুল যত
কেহ বা শুখায়ে গেল কেহ বা ঝরিল রে,
কি দুঃখ জীবনে সখা মধ্যাহ্ণে আইল রে।


এ পোড়া পরাণে কিছু ভাল নাহি লাগে রে।
 ধরা লুকায়েছে তার,
 মাধুরী মহিমা ভার,
সকলি মলিন যেন সেই অনুরাগে রে।
এ পোড়া পরাণে কিছু ভাল নাহি লাগে রে।

কোথায় লুকাল মোর সে সুখ-শৈশব রে।
 ছায়াহীন হাসি-ভরা,
 সুখেতে আপন-হারা,
জীবনের ঊষা মম আর কি পাইব রে।
কোথায় লুকাল মোর সে সুখ-শৈশব রে।

8

তার পর তার পর সে সুখ-কৈশোর রে।
 আলো সনে ছায়া এল,
 সুখে দুঃখ দেখা দিল,
সুখে দুঃখে ছিনু ভাল সেও গেল স’রে রে।
তার পর তার পর সে সুখ-কৈশোর রে।


কেন বা আইল সখা মধ্যাহ্নে যৌবন রে।
 আশা তৃষা মরীচিকা,
 কি চেয়ে কি পাই দেখা,
সুধায় রে হলাহল দগধ জীবন রে।
কেন বা আইল সখা মধ্যাহ্নে যৌবন রে।

অই যে সম্মুখে সখা বিষাদ কালিমা রে।
 কালনিশীথিনী যথা
 ছাইতেছে যথা তথা,
ভবিষ্য আকাশ ছেয়ে নিরাশ প্রতিমা রে।
অই যে সম্মুখে সখা বিষাদ কালিমা রে।