সান্ত্বনা।

কেন কাঁদ দুঃখে   চির দুঃখিনীকে
দুঃখ দিয়া দুঃখে   সুখ আসে সুখে
ঘুমায় প্রকৃতি   ঝটিকার ’পর
রাহু অন্তে শশী   হাসে রে সুন্দর!
পল্লব খসিলে   সঞ্চারে মঞ্জুর,
জরা অন্তে পায়   শৈশব মধুর,
ভেবেও ভেব না   এ দুঃখ যাবে না।
কেঁদ না কেঁদ না   এ দুঃখ রবে না;
আঁধার সৃজন   সুখের কারণ,
দুঃখের সৃজন   সুখের কারণ,
দিবস বাসরে   দেখিয়ে এ খেলা
বুঝহ সুন্দরী   বিধি বিধি-লীলা।