সুখ।

মায়া-জালে বেড়ে জগতেই আছি,
জগৎ ছাড়িয়া কোথায় রে গেছি!
চেও না আমায় চাইলে পাবে না;
  জীবনের সুখ
  জীবনেই আছে,
হাত দিয়া খুঁজে মেলে না মেলে না!

অদ্ভুদ যেমন   মোহের বন্ধন
ছিঁড়িলে মনেতে প্রকাশ পায়।
থাকিতে থাকে না  জীবনের সুখ,
যাইলে কেবল জানাইয়ে যায়।



নহে বর্ত্তমান,   নহে ভবিষ্যৎ,
অন্ধ মানব খুঁজরে আমায়;
অতীতের দিনে   অতীত কথায়
প্রতিদিন পাবি আমারে সেথায়।

প্রতিদিন খুঁজে   বলিবি তখন
হয়নাক দিন
হবেনাক দিন
হায়রে সুখের   গিয়াছে যেমন!