কলির বৌ ঘরভাঙ্গনী/প্রথমাঙ্ক
(পৃ. ১)
কলির বৌ ঘর ভাঙ্গনী।
প্রথমাঙ্ক।
যোগেশচন্দ্র দাসের বাটী।
[ মাধবদাস আসীন। ]
মাধব। যোগেশ বাটিতে আছ?
ভৃত্য। আইগা আপনি কে ডাকছেন।
মাধব। আরে আমি মাধব।
ভৃত্য। আইগা কিয়ের নেগে ডাক্ছেন?
মাধব। না, তার কাছে কিছু প্রয়োজন ছিল, বল্ সে কোথায় গিয়াছে।
ধনা। আইগা আজি ঘোষালদের বাড়ীর আন্ধাপুকুর নাড়া দিয়েছে, সেখানে মাছ মারতে গিয়াছে।
মাধব। কোন্ আন্ধাপুকুর, সেই বাস্তি পুজার পার না কি।
ভৃত্য। আইগা হাঁ।
মাধব। তবে আমিও সেখানে যাই।
[ মাধবের প্রস্থান। ]