কল্পনা (১৯৫২)/নববিরহ
(পৃ. ৬৭)
নববিরহ
মল্লার
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সজল কাজল-আঁখি পড়িল মনে―
অধর করুণা-মাখা,
মিনতি-বেদনা-আঁকা
নীরবে চাহিয়া থাকা
বিদায়খনে―
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে।
ঝরোঝরাে ঝরে জল, বিজুলি হানে,
পবন মাতিছে বনে পাগল গানে।
আমার পরানপুটে
কোন্খানে ব্যথা ফুটে,
কার কথা বেজে উঠে
হৃদয়কোণে―
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে।
৬ আশ্বিন ১৩০৪
ইছামতী