কোরান-কণিকা/উন্মোচন

উন্মোচন

সূরাহ্‌-আল্‌ইন্‌শারাহ্‌[১]

(মক্কায় অবতীর্ণ—৮ আয়াত)

দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা'লার নামে।

বক্ষ তোমারি করি নি আমি কি
করি নি উন্মোচন?[২]
যেই গুরু ভার[৩] পৃষ্ঠ তোমার
করেছিল নিপীড়ন;

তোমারি সে বোঝা করি নি আমি কি
করি নি উত্তোলন?
সবার উপরে দেই নি আমি কি
গরবের সে আসন?
কষ্টের পরে সুখ আছে ওগো,
জানিও সুনিশ্চয়।
দুঃখের পরে আসিবে যে সুখ
নাহি কোন সংশয়।
অবসর[৪] যবে হবে গো তোমার,
কর তপ[৫] অনুখণ,
প্রভুরে তোমার করে নাও ওহে
চরম সাধনা ধন।

  1. ইন্‌শারাহ্‌—প্রসারিত করা বা উন্মোচন করা, এই সূরায় হজরত মোহাম্মদকে (দঃ) সান্ত্বনা দেওয়া হইয়াছে,—চিরকালই তাঁহার দুঃখ থাকিবে না, নিশ্চয়ই কষ্টের পরে মুখ আসিবে।
  2. বক্ষ উন্মোচন করা অর্থাৎ বক্ষকে প্রশস্ত করা, ভাবার্থে তত্ব-জ্ঞান সম্পদের অধিকারী করা, অন্তশ্চক্ষুকে উন্মীলিত করা। কথিত আছে বাল্যকালে খোদাতা'লা হজরতের বক্ষস্থল বিদীর্ণ করিয়া হৃদয়ের কলুষতাকে বেহেস্তের পবিত্র জল দ্বারা ধৌত করিয়াছিলেন। বর্ণিত আয়াতে উক্ত বিষয়ের আভাস দেওয়া হইয়াছে বলিয়া কেহ কেহ বলিয়া থাকেন।
  3. গুরুভার—মানবের পরিত্রাণ বিষয়ের দুশ্চিন্তা সমূহ।
  4. অবসর—দুশ্চিন্তার অবসান হওয়া
  5. তপ করা—পতিত মানুষের উদ্ধারের চেষ্টায় কঠোর পরিশ্রম করা