কোরান-কণিকা/পূর্ব্বাহ্ণ

পূর্ব্বাহ্ণ

সূরাহ্‌-অদ্দোহা[১]

(মক্কায় অবতীর্ণ—১১ আয়াত)

দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা'লার নামে।

দিবসের ঐ প্রথম প্রহর শপথ জানিও তার,
নিশারও শপথ যখন উহারে ঢাকিছে অন্ধকার,
প্রভু যে তোমার করে নি তোমায় করে নিক বর্জ্জন,
তোমার উপরে রুষ্ট বিরাগ হয় নিক 'কদাচন'।

অতীতের চেয়ে ভাবীকাল[২] তব হবে হবে সুখময়;
অচিরে প্রভুর পাবে দান, রবে তুষ্ট যে অতিশয়।
পায় নি কি তোমা মাতাপিতা হীন, আশ্রয় দিল শেষে;
পথ খুজে সারা[৩] হেরিয়া তোমায় সু-পথ দেখাল 'এসে।'
অভাবের মাঝে পে'য়ে সে অভাব করিলেন যে পূরণ;
মাতাপিতা হীনে কর না’ক কভু কর না’ক নিপীড়ন;
ভিখারী, কাঙ্গাল দেখে তারে ওগো কর না তিরস্কার;
সকল দানের বাখানি প্রভুর গাও হে মহিমা তাঁর।

  1. কোন কারণে কিছু দিনের জন্য হজরত মোহাম্মদের (দঃ) কাছে প্রত্যাদেশ আসা স্থগিত থাকিলে বিধর্ম্মীরা বলিতে থাকে যে মোহাম্মদকে (দঃ) তাঁহার খোদা পরিত্যাগ করিয়াছে। ইহার প্রত্যুত্তর স্বরূপ এই সূরাহ্‌ অবতীর্ণ হয়। দোহা—প্রাতঃকালে ৮টা হইতে মধ্যাহ্ন ১২টা পর্য্যন্ত সময়।
  2. অতীতের চেয়ে ভাবীকাল—কাহারও কাহার মতে ইহকাল হইতে পরকাল।
  3. পথ খুজে সারা—অনেকে 'দাল' শব্দের অর্থ ভ্রান্ত, বিপথগামী বলিয়া অনুবাদ করিয়াছেন। খৃষ্টান মিশনারী সম্প্রদায় উক্তরূপ বিকৃত অর্থ দ্বারা হজরত মোহাম্মদ (দঃ) নিষ্পাপ নহে, তাহাই প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু ‘দাল’ শব্দের প্রকৃত অর্থ—সত্যের অন্বেষণে বিব্রত, পথ খুজে সারা; ভ্রান্ত বিপদগামী নহে।