কোরান-কণিকা/স্তুতি
(পৃ. ৪-৫)
স্তুতি
সূরাহ্—আল-ইম্রান
(মদীনায় অবতীর্ণ—২৫ ও ২৬ আয়াত, ৩য় রুকূ')
দাতা ও দয়ালু আল্লাহ্ তা’লার নামে।
قل اللهم ملك الملك توتى الملك من تشاء……………………بغير حساب
বল তুমি “ওহে খোদা রাজ্য-অধিপতি,
ইচ্ছা তব হয় যার প্রতি
তারে তুমি রাজ্য তব কর বিতরণ
যার হ’তে ইচ্ছা কর, নিয়ে যাও রাজ্যপাট
'হে মহা রাজন্'।
যারে ইচ্ছা করেছ উন্নত,
যারে ইচ্ছা কর অবনত;
হস্তে তব রহিয়াছে যা' কিছু কল্যাণ,
সকলের পরে তুমি মহাশক্তিমান্।
রজনীর মাঝে তুমি দিবসে যে করেছ বিলীন,
দিবসের মাঝে নিশা মিলাইয়া দাও প্রতিদিন।
মৃতজন হ’তে তুমি এনে দাও জীবন প্রাণীর,
জীবিতের মধ্য হ’তে মৃত জনে করেছ বাহির[১]
যারে ইচ্ছা দাও তুমি জীবিকা আবার,
নাহি কিছু হিসাব যে তার!
এই লেখায় এই অংশে একটি চিত্র থাকা উচিৎ। যদি আপনি তা দিতে পারেন, তবে, দয়া করে সাহায্য:চিত্র দেখুন। |
- ↑ মৃতজন…………করেছ বাহির………যেমন ডিম্ব হইতে পক্ষীর জন্ম, পক্ষী হইতে ডিম্বের উৎপত্তি। মৌঃ মোহাম্মদ 'আলীর মতে মৃত জাতি হইতে জীবিত জাতির জন্মলাভ এবং জীবিত জাতিকে মৃত জাতিতে পরিণত করা।