ক্ষণিকা/যাত্রী
< ক্ষণিকা
(পৃ. ১১৮-১১৯)
যাত্রী
আছে, আছে স্থান।
একা তুমি, তোমার শুধু
একটি আঁটি ধান।
নাহয় হবে ঘেঁষাঘেঁষি,
এমন কিছু নয় সে বেশি,
নাহয় কিছু ভারী হবে
আমার তরীখান-
তাই বলে কি ফিরবে তুমি!!
আছে, আছে স্থান॥
এসো, এসো নায়ে।
ধুলা যদি থাকে কিছু
থাক্-না ধুলা পায়ে।
তনু তোমার তনুলতা,
চোখের কোণে চঞ্চলতা,
সজলনীল-জলদ-বরন
বসনখানি গায়ে::::তোমার তরে হবে গো ঠাই,
এসো এসো নায়ে॥
যাত্রী আছে নানা।
নানা ঘাটে যাবে তারা,
কেউ কারো নয় জানা।
তুমিও গো ক্ষণেক-তরে
বসবে আমার তরী-’পরে,
যাত্রা যখন ফুরিয়ে যাবে
মানবে না মোর মানা-
এলে যদি তুমিও এসো,
যাত্রী আছে নানা॥
কোথা তোমার স্থান?
কোন্ গোলাতে রাখতে যাবে
একটি আঁটি ধান?
বলতে যদি না চাও, তবে
শুনে আমার কী ফল হবে,
ভাবব বসে খেয়া যখন
করব অবসান-
কোন্ পাড়াতে যাবে তুমি,
কোথা তোমার স্থান॥