খুকুমণির ছড়া/১২২

খোকার মাছধরা

১২২

খোকা গেছে মাছ ধ’র্‌‌তে
ক্ষীর নদীর কূলে,
ছিপ্ নিয়ে গেল কোলা বেঙ,
মাছ নিয়ে গেল চিলে।
খোকা ব’লে পাখীটি,
কোন্ বিলে চরে?
খোকা ব’লে ডাক দিলে,
উড়ে এসে পড়ে!