খুকুমণির ছড়া/১২৩

তালগাছ কাটন

১২৩

তালগাছ কাটন, বোসের বাটন, গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়ো বর, আমি ক’র্‌‌ব কি?
টঙ্কা ভেঙ্গে শঙ্কা দিলুম, কানে মদন কড়ি,
বিয়ের বেলা দেখ্‌‌তে এলুম, বুড়ে। চাঁপদাড়ি।
চোখ থাক্ তোর মা বাপ, চোখ থাক্ তোর খুড়ো,
এমন বরকে বিয়ে দিয়েছে, তামাক খেকো বুড়ো!
বুড়োর নল গেল ভেসে, বুড়ো তামাক খাবে কিসে?
নেড়ে চেড়ে দেখি, বুড়ো ম'রে রয়েছে,
ফেন গাল্‌‌বার সময় বুড়ো নেচে উঠেছে!