খুকুমণির ছড়া/১৪২
(পৃ. ১১২)
ধান ভানি
১৪২
ধান ভানি ধান ভানি,
মচ্ছির গুঁড়ো দিয়ে,
ঐ আস্ছে খোকার শ্বশুর,
দুখান কুলো নিয়ে!
একখান কুলো মাঠে,
একথান কুলো ঘাটে,
বাঁশ মড়্ মড়্ করে;
সোনার টোপর ভেঙ্গে গেলে,
কে গড়িতে পারে
খোকার ভাই বলরাম,
সেই গড়িতে পারে।