খুকুমণির ছড়া/১৪৩

ঘোল ঢালা

১৪৩

শাক শাক আঠার শাক,
তার পর এল ঢেঁকী-শাক!
ঢেঁকী-শাক লাগে না মন্দ,
তার পর এল ভাঁড়ালী ছন্দ!
ভাঁড়ালী ছন্দের মাথায় গাড়ু,
তার পর এল ক্ষীরের লাড়ু।
ক্ষীরের লাড়ু লাগ্‌‌লো তিতা,
তার পর এল আস্‌কে পিঠা।
আস্‌কে পিঠার বুকে খুদ,
তার পর এল পোড়া দুধ।
পোড়া দুধ লাগে না ভালো,
নেড়ার মাথায় ঘোল ঢালো।