খুকুমণির ছড়া/১৪৪

অলকমণি

১৪৪

অলকমণি রাজার রাণী, কি বলিব আর,
অলকমণির কপাল পুড়ে হ’ল ছারখার!
দুটো দুটো দাসী দিলুম পায়ে তেল দিতে,
দুটো দুটো চাকর দিলুম, কাঁধে ক'রে নিতে,
আম কাঁঠালের বাগান দিলুম, ছায়ায় ছায়ায় যেতে,
উড়্‌‌কি ধানের মুড়্‌‌কি দিলুম, পথে জল খেতে,
রাজা গেল, রাজ্য গেল, গেল সমুদয়;-
বাতি দিলে রাজপুরীতে নাই ক কেহ হায়!