খুকুমণির ছড়া/২১৮

সূয্যিমামা

২১৮

সূয্যিমামা, সূয্যিমামা, রোদ্ করো না,
তোমার শাশুড়ী ব’লে গেছে বেগুন কোট না;
বেগুন হ’ল চাকা চাকা, বৌ ব’ল খাঁদা নাকা !
বড় মরায়ে হাত দিয়ে, ছোট মরায়ে পা দিয়ে,
আয় সূর্য্যি ঝলমলিয়ে !