খুকুমণির ছড়া/২১৯

কেন কাঁদ

২১৯

কিসের জন্যে কাঁদ রে যাদু,
কি না দিতে পারি?
ঠোঁট ফুলায়ে কাঁদ রে যাদু,
সেই দুঃখে মরি!
কিসের জন্যে কাঁদ রে গোপাল,
কি না আছে ঘরে!
সোনার ভাঁটা খেল্‌‌‌তে দেব,
মুক্তা থরে থরে!