খুকুমণির ছড়া/২২০
(পৃ. ১৫৬)
শিব সদাগর
২২০
এপার গঙ্গা, ওপার গঙ্গা, মধ্যিখানে চর,
তারি মাঝে ব'সে আছে শিব সদাগর!
শিব গেল শ্বশুরবাড়ী, ব’স্তে দিল পিঁড়ে,
জল পান কর্তে দিল, শালিধানের চিড়ে।
শালিধানের চিড়ে নয় রে, বিন্নিধানের খৈ,
মোটা মোটা সব্ড়ি-কলা, কাগমারি দৈ!