খোকনমণির বিয়ে

৬৮

আদুরের কলা ছড়া বাদুড়ে খায়,
তালতলা দে খোকনমণি বিয়ে ক'র্‌‌তে যায়।
খোকনমণি, বিয়ে ক'রে যৌতুক্ পেলে কি?
থাল পেলুম গাড়ু পেলুম, বড়মান্‌‌ষের ঝি!
বড়মান্‌‌ষের ঝিকে নিয়ে উঠে দিলুম রড়,
তালতলাতে প’ড়ে গিয়ে হাঁটুর গেল ছড়!