খুকুমণির ছড়া/৬৯
(পৃ. ৬৮)
ধিন্তা ধিনা
৬৯
ধিন্তা ধিনা পাকা নোনা,
ডাল-ভাতে-ভাত চড়িয়ে দে না।
বাবুর বাড়ী কাগ্জী লেবু,
খেতে চেয়েছেন রামজী বাবু;
রামজী বাবুর পরণে ট্যানা,
বে ক'রেছে বিড়াল-ছানা!
একটি ধানে দুইটি তুষ,
আয় রে মেনি পুষ্ পুষ্!