খোঁজে/শোকে শান্তি
শোকে শান্তি
কোথা সে কোন্ দেশে ভাবি গো তাই,
সে মধু হাসি কি গো জগতে নাই?
আজি সে অভিমানে
লুকা’ল কোন্ খানে
মিছে এ ব্যথা তার বুঝাতে চাই,
কখনো যদি তার দেখাটি পাই।
আকাশে মেঘমালা জানে কি তারে,
তারকা দেখে কি গো গগন পারে?
জানে কি রবি শশী
কোথা সে আছে বসি
জানে কি তরুলতা, শুধাই কারে,
পুন কি মোরা হায় পাব গো তারে?
শ্রাবণ অবিরল বরিষে জল,
প্লাবিত করি আজ ধরণী তল;
নিয়ে কি তারি ব্যথা
তটিনী গাহে গাথা,
একি গো তারি শুধু নয়ন জল,
গলিছে এত ব্যথা কেমনে বল্?
বলে’নি কোন কথা সে অভিমানী
পাখীরা গাহে তার না-বলা বাণী;
সজল আঁখি তুলি
চাহিল শুধু ভুলি
বারেক দ্বার পানে কেন না জানি,
উঠিল ফুলি ফুলি অধর খানি।
জীবনে কোনো কার্য হয় নি সারা,
মরণে তাই তারে হব না হারা,
থাকিবে নদী কূলে
থাকিবে ফুলে ফুলে
রচিব স্নেহে মোরা স্মৃতির কারা,
সুষমা ভরা দেহ হবে না হারা।
আছে সে আছে হেথা বাতাস কহে,
তাহারি প্রাণধারা সাগর বহে,
আছে সে ধরাময়
মেনেছে পরাজয়
এ যে গো তার আজ মরণ নহে,
জগতে আরো সে যে উজল রহে।