গল্পসল্প/দিন-খাটুনির শেষে
< গল্পসল্প
(পৃ. ৮৫)
দিন-খাটুনির শেষে বৈকালে ঘরে এসে
আরাম-কেদারা যদি মেলে,
গল্পটি মনগড়া, কিছু বা কবিতা পড়া,
সময়টা যায় হেসে-খেলে।
হোথায় শিমূলবন, পাখি গায় সারাখন,
ফুল থেকে মধূ খেতে আসে।
ঝোপে ঘুঘু বাসা বেঁধে সারাদিন সুর সেধে
আধো ঘুম ছড়ায় বাতাসে।
গোয়ালপাড়ার গ্রামে মেয়েরা নদীতে নামে,
কলরব আসে দূর হতে।
চারি দিকে ঢেউ তোলে, বটছায়া জলে দোলে,
বালিকা ভাসিয়া চলে স্রোতে।
দিয়ে জুঁই বেল জবা সাজানো সুহৃদ-সভা,
আলাপ প্রলাপ জেগে ওঠে—
ঠিক মুরে তার বাঁধা, মুলতানে তান সাধা,
গল্প-শোনার ছেলে জোটে।