গীতবিতান/নাট্যগীতি/১২৬

১২৬

ইচ্ছে!— ইচ্ছে!
সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,
সেই তো দিচ্ছে নিচ্ছে।
সেই তো আঘাত করছে তালায়,  সেই তো বাঁধন ছিড়ে পালায়—
বাঁধন পরতে সেই তো আবার ফিরছে।