গীতবিতান/নাট্যগীতি/১২৭
< গীতবিতান
(পৃ. ৮১০)
১২৭
আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত—
বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।
সূর্য ওঠার আগে মন আমাদের জাগে—
বাতাস থেকে ভোৱ-বেলাকার সুর ধরি সব কত।
কে দেয় রে হাতছানি
নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।
পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকে
ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।