গীতবিতান/পূজা ও প্রার্থনা/৩৯
< গীতবিতান
(পৃ. ৮৪১)
৩৯
ঘোরা রজনী, এ মোহঘনঘটা—
কোথা গৃহ হায়। পথে ব’সে।
সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল— গৃহ চাহিয়া প্রাণ কাঁদে।
৩৯
ঘোরা রজনী, এ মোহঘনঘটা—
কোথা গৃহ হায়। পথে ব’সে।
সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল— গৃহ চাহিয়া প্রাণ কাঁদে।