গীতবিতান/পূজা ও প্রার্থনা/৪০

৪০

সুমধুর শুনি আজি,  প্রভু, তোমার নাম।
প্রেমসুধাপানে প্রাণ  বিহ্বলপ্রায়,
রসনা অলস অবশ  অনুরাগে।