গীতবিতান/প্রেম/৩৪৩
< গীতবিতান
(পৃ. ৪০৬)
৩৪৩
আমার মন বলে ‘চাই, চা ই, চাই গো— যারে নাহি পাই গো’।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে—
‘নাই, না ই নাই গো’।
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে।
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব’লে—
বলে সে ‘যা ই, যা ই, যাই গো’।