৩৪৪

আমি  ফুল তুলিতে এলেম বনে—
জানি নে,  আমার  কী ছিল মনে।
এ তো ফুল তোলা নয়,  বুঝি নে কী মনে হয়,
জল ভরে যায় দু নয়নে।