৩৬৮

বঁধূ, তোমায় করব রাজা তরুতলে,
বনফুলের বিনোদমালা দেব গলে।
সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে,
অভিষেক করব তোমায় আঁখিজলে।