৩৬৯

এরা পরকে আপন করে, আপনারে পর—
বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর।
ভালোেবসে সুখে দুখে  ব্যথা সহে হাসিমুখে,
মরণেরে করে চিরজীবননির্ভর।