৩৭৮

নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।
জনমের ভয়ে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা।
চোখে চোখে সদা রাখিবারে সাধ—  পলক পড়িল, ঘটিল বিষাদ।
মেলিতে নয়ন মিলালো স্বপন  এমনি প্রেমের ছলনা।