গীতবিতান/প্রেম/৩৭৯
< গীতবিতান
(পৃ. ৪১৮)
৩৭৯
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
সে তো এল না যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ।
সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহগীত গাহে।
যার বাঁশরিধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ।
৩৭৯
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
সে তো এল না যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ।
সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহগীত গাহে।
যার বাঁশরিধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ।