গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৫৩

৫৩

বড়ো বিস্ময় লাগে  হেরি তোমারে।
কোথা হতে এলে তুমি  হৃদিমাঝারে।
ওই মুখ ওই হাসি  কেন এত ভালোবাসি,
কেন গো নীরবে ভাসি  অশ্রুধারে।
তোমারে হেরিয়া যেন  জাগে স্মরণে
তুমি চিরপুরাতন  চিরজীবনে।
তুমি না দাঁড়ালে আসি  হৃদয়ে বাজে না বাঁশি—
যত আলো যত হাসি  ডুবে আঁধারে।