গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৫৪

৫৪

আজি  মোর দ্বারে কাহার মুখ হেরেছি।
জাগি উঠে প্রাণে গান কত যে।
গাহিবারে সুর ভুলে গেছি রে।