গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৫৫

৫৫

বৃথা গেয়েছি বহু গান
কোথা সঁপেছি মন প্রাণ!
তুমি তো ঘুমে নিমগন, আমি জাগিয়া অনুখন।
আলসে তুমি অচেতন,  আমারে দহে অপমান।—
বৃথা গেয়েছি বহু গান।
যাত্রী সবে তরী খুলে  গেল সুদূর উপকূলে,
মহাসাগরতটমূলে  ধূ ধূ করিছে এ শ্মশান।—
কাহার পানে চাহ কবি,  একাকী বসি ম্লানছবি।
অস্তাচলে গেল রবি,  হইল দিবা অবসান।—
বৃথা গেয়েছি বহু গান।