গীতাঞ্জলির পাণ্ডুলিপি/২
কোলাহল ত বারণ হল এবার কথা কানে কানে।
এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে।
বাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে,
আমার ছুটি অবেলাতেই দিনদুপুরের মধ্যখানে।
কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেইবা জানে।
মোর কাননে অকালে ফুল উঠুক্ তবে মুঞ্জরিয়া,
মধ্যদিনের মৌমাছিয়া বেড়াক মৃদু গুঞ্জরিয়া।
মন্দভালোর দ্বন্দ্বে খেটে গেছে ত দিন অনেক কেটে
অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে।
বিনা কাজের ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে!
No more noisy loud words from me, such is my master's will. Henceforth I deal in whispers. The speech of my heart will be carried on in murmurings of a song.
Then hasten to the king's market. All the buyers and sellers are there. But I have my untimely leave in the middle of the day, in the thick of work.
Let then the flowers come out in my garden, though it is not their time, and let the midday bees strike up their lazy hums.
Full many an hour have I spent in the strife of the good and the evil but now it is the pleasure of my playmate of the empty days to draw my heart on to him, and I know not why is this sudden call to what useless inconsequence!