১২৩

বলো সখী, মোরে বলো বলো,
কেন গো নয়ন ছলছল?

এমন প্রাতে ধরি দু হাতে
চেয়েছে কি কেহ ঢলঢল?

কাহারো বাঁশি, মোহনভাষী,
ডেকেছে কি—’বধু, চলো চলো’?

তোমার মালা পরিয়ে গলে
চলে গেছে কি হাসিয়ে খলখল?

ভাঙিব বাঁশি, সরব-নাশী,
চলো ফিরে, ঘরে চলো চলো।

ভৈরবী