১২৪

বঁধু, ক্ষণিকের দেখা তবু তোমারে
ভুলিতে পারে না আঁখি;
বহুদিন হতে যেন জানাশোনা,
দেখা শুধু ছিল বাকি।

আমি খুঁজিয়াছি সব ধরা,
তবু তোমার পাই নি সাড়া;
হায়, অন্তরে মোর আছিলে লুকায়ে
নয়নেরে দিয়ে ফাঁকি।

যত আধ-গাঁথা যুঁই বেলি
শরমে দিয়েছি ফেলি,
সে ফুল তোমার মালায় মালায়
কণ্ঠে রয়েছে ঢাকি।

কালাংড়া