১৩৯

আপনার হিত ভেবে ভেবে
দিন কাটালি, মূঢ়মতি!
তোর নিয়মে বাঁধা কি রে
জগবন্ধু জগপতি?

নিজের ভাবনা ভাবলি যত,
ভাবনার ভার বাড়ল তত;
ভাঙল আশা শত শত,
তবু আশার নাই বিরতি।

সাগর সাজায় শৈলের শির,
শৈল দেয় নিজ বুকের নীর;
শিষ্য হয়ে প্রকৃতির
শেখ্‌ রে পরের অনুগতি।

বসে আপন বন্ধ ঘরে
কাঁদলি কত নিজের তরে;
দু ফোঁটা জল দে রে পরে
যারা দীন দুঃখী অতি।

থাকবি যদি নিজের কাজে
কেন এলি সবার মাঝে?
আয় রে সেজে দাসের সাজে,
সবার পায়ে কর্‌ প্রণতি।

সিন্ধু