১৪০

যাহারে দেখতে নারি তারেই আমি চাই গো।
যাহারে ধরতে চাহি তারেই নাহি পাই গো।

খেলি এ মাটির খেলা
হরষে গেল বেলা,
নয়নে বারি তবু—কি যেন কি নাই গো।

গোপনে চিত্তে বসি
কে যেন বাজায় বাঁশি;
মনে হয় আমার ‘কালা’, আমি তাহার 'রাই' গো।

বুঝি সে আঁধার রাতে
সহসা ধরবে হাতে,
তাই আমি মালা হাতে আঁধার-পানে ধাই গো।

মিশ্র খাম্বাজ